Breaking News
Loading...
বুধবার, ১০ জুলাই, ২০১৩

১০ই জুলাই ইউরো ইউ এস ডি পূর্বাভাস।




আবার ফিবোনাক্কি নিয়ে ফিরে এলাম। আজ রাত ১২ টায় ফেডারেল ওপেনমার্কেট কমিটির মিনিট মিটিং রয়েছে। রাত ২.১০ মিনিটে রয়েছে ফেডারেল চেয়্যারম্যান বেন এস বার্নেক এর বক্তব্য। আশা করা হচ্ছে ভাল এবং ইতিবাচক সংবাদ পাওয়া যাবে। তবে গতকালের বুল্মবার্গ সংবাদ অনুসারে আজ ফেডারেল রিসার্ভ চেয়্যারম্যান বেন এস বার্নেক মুদ্রানীতিতে যে সম্পদ ক্রয়ের মাধ্যমে মুদ্রাকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে ছিলেন তা হ্রাস করতে পারেন বলে বক্তব্য দিতে পারেন। এটাও একটি ইতিবাচক সংবাদ। কারণ সম্পদ ক্রয়ের প্রকল্প হ্রাস করার কারণ মুদ্রা যথেষ্ট শক্তিশালী হয়েছে বলেই। সুতরাং সব দেখে বলা যায় যে ডলার এখন যথেষ্ট শক্তিশালী।

তথ্য অধিকার © fxbangla.blogspot.com

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Toggle Footer